অশ্রু-বন্দুক তৈরি করে তাক লাগালেন তরুণী
কথায় আছে কান্নাকে হাতিয়ার করে নারী অনেক যুদ্ধ জিতে নেয়৷ সেই কান্নাকেই আক্ষরিক অর্থে মোক্ষম অস্ত্রের রূপ দিলেন তাইওয়ানের এক মহিলা৷ ই ফেই চেন নামের এক শিল্পী হতাশা ও কান্নাকে প্রতিরোধের হাতিয়ার করে তুলেছেন৷ চেনের অস্ত্রটি একটি বন্দুকের মতো কাজ করে৷ সেখানে কান্না জমাট বেঁধে বন্দুকের বুলেটের মতো আকার নেয়৷ সেই বুলেট ছুড়লে তা মারাত্মক অস্ত্রের মতো আঘাত করবে বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন অস্ত্রটির উদ্ভাবক চেন৷ তাঁকে কেউ উত্ত্যক্ত করলে নিদর্িধায় চোখের জলের বুলেট দিয়ে পাল্টা প্রত্যাঘাত করেন তিনি৷