এক বৃদ্ধ শিক্ষক সেদিন এলেন পড়াবার জন্য৷
---আচ্ছা লেখো তো, এক অক্ষরে ‘ডাকাত’৷
কেউ লিখতে পারলো না৷
তিনি ‘ডা’ কাত করে লিখে বললেন- এই হলো ‘ডাকাত’৷
সবাই হেসে হেসে কূটিকূটি৷
আচ্ছা এবার বলো তো কীভাবে এক অক্ষরে ‘কাতলা’ লিখবে৷
সবাই আবার অবাক৷
শিক্ষক ‘লা’ কাত করে লিখে বললেন--- এই হলো কাতলা৷
শিশুরা হাসছে তো হাসছে৷
তারপর তিনি ‘কা’ লিখে মুছে দিয়ে বললেন--- বলো এবার কী লিখলাম৷
সবাই আবারো অবাক৷
তিনি বললেন--- এবার লিখলাম কানাই৷
শিশুদের হাসির রোল উঠলো৷
এবার তিনি ছাত্রদের বললেন-- বলো তো আমি কেমন পড়ালাম৷
ছোট একটা শিশু দাঁড়িয়ে বললো--- আপনি আমাদের আজ কিছুই পড়ান-নি৷
কিছুই পড়াইনি! কি বলো!
এবার শিশুটি বোর্ডে গিয়ে একটা সূর্য আঁকলো৷ সূর্যের চারপাশে কিরণ এঁকে বললে--- আজকে রবি শুধু তার আলো ছড়িয়েছে৷
এই স্কুলটি হলো শান্তিনিকেতন
শিক্ষক টি কে জানেন?
’রবীন্দ্রনাথ ঠাকুর’
আর বোর্ডে যে ছাত্রটি এঁকেছিলেন, তিনি ছোট্ট ‘‘সত্যজিৎ রায়’’৷ (সংগৃহীত)
- Log in to post comments