লেখক
পত্রিকা প্রতিনিধি
বাংলা সাহিত্যের ইতিহাসে ব্যঙ্গ কৌতুক রসের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ১৮৪৭ সালে ২২ জুলাই বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার শ্যামনগরের কাছে রাহুতা গ্রামে জন্মগ্রহণ করেন৷ তার কর্ম জীবন শুরু স্কুল শিক্ষকতায় তাছাড়া বিভিন্ন সরকারী দপ্তরে কাজ করে কর্মজীবন থেকে অবসর নেন ভারতীয় সংগ্রহালয়ের কিউরেটর থাকাকালীন ১৯৮৬ সালে৷
১৮৯২ সালে প্রকাশিত প্রথম গ্রন্থ কঙ্কাবতীতেই ত্রৈলোক্যনাথ সাহিত্যিকের জাত চিনিয়ে ছিলেন৷ শেষ গ্রন্থ অসম্ভব মজাদার ডমরু চরিত তাঁর মৃত্যুর চারবছর পর ১৯২৩ সালে প্রকাশিত হয়৷ যে কলম ত্রৈলোক্যনাথকে বাংলা সাহিত্যে অমর করে রেখেছে সেই কলমের খোঁচাতেই তাঁর সাহিত্যিক জীবনের অবসান ঘটে৷ অসাবধানতাবসত কলমের নিব বুকে ফুটে তিনি আহত হন ও ১৯১৯ সালের ৩রা নভেম্বর তিনি মৃত্যু মুখে পতিত হন৷
- Log in to post comments