এই হোক পণ

লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত

ভালবাসাবাসির

হোক বিস্তার,

কেন ঝ’ড়ে যাবে প্রাণ

নাহি কী নিস্তার?

কুসুম কাননের

বাড়ুক শোভা,

হাসি খুশী জীবন

অতি মনোলোভা৷

যন্ত্র মানবেরা

ছড়ায় ত্রাস

যুদ্ধের আবহে

করি সর্বনাশ৷

এসো ভাই গড়ে নিই

জগত জীবন,

বীরাচারে নাশি ত্রাস

এই হোক পণ!

l l l l l