এক নূতন দেশে

লেখক
সুকুমার রায়

পথের হদিস কেউ জানে না, কেউ বুঝে না

বিষয়েতে মন মজেছে,কিছুই শুনে না

জীবনতরী আঁধারে ভাসে  সুখের কথায়

সল্পে সল্পে দিন গেল, কার যে আশায়,

আপন পরের হিসাব, আর কদিন হবে

সারছাড়া অসারে মজে মাথার ভবে

সময় হলে যেতেই হবে এক নূতন দেশে

মনের কোনে পড়বে সাড়া,যার সন্দেশে

সেই দেশেতে যেতে মানা,এই মাটির দেহায়

এবার অন্ধ মন ছাড়বে তরী, কোন দিশায়৷