লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
সংবাদে জানা গেছে, অসমের ওরাং জাতীয় উদ্যানে চোরা শিকারীরা অপ্রাপ্ত বয়স্ক একটি জীবিত গণ্ডারের খড়গ বা শৃঙ্গ কেটে নিয়েছে৷
প্রসঙ্গতঃ জানা দরকার, ‘‘প্রাচীন মানুষের ধারণা ছিল গণ্ডারের শৃঙ্খজাত ঔষধ মানুষকে পুনযেরৌবন দান করে৷ তাই লুকিয়ে চুরিয়ে গণ্ডার-হত্যার অপচেষ্টা সব যুগেই হয়েছে ও আজও হয়ে চলেছে৷... গণ্ডার শৃঙ্গের ঔষধীয় গুণ কোন প্রমাণিত সত্য বা তথ্য নয়৷ একটা ভুল ধারনার বশবর্ত্তী হয়ে একটা নিরীহ জীবকে নিঃশেষ করে দেওয়া বীভৎস ব্যাপার নয় কি৷’’ (শ্রী প্রভাতরঞ্জন সরকারের আমাদের প্রতিবেশী পশু ও পক্ষী’’)
- Log in to post comments