আনন্দমার্গ ডিগ্রি কলেজ, আনন্দনগরের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শ্রীতপন কুমার চট্টোপাধ্যায়ের লেখা---‘‘বাঙলা বাঙালী সেকাল একাল’’ বইটি প্রকাশিত হয়েছে৷’’ শ্রী তপন কুমার চ্যাটার্জীর বাংলার ওপর আরও অনেক বই প্রকাশিত হয়েছে, যে বইগুলি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে বিশেষভাবে সমাদৃত ও পাঠ্যসূচীর অন্তর্গত৷ যারফলে আমাদের গ্রাম্য কলেজটির নাম সকল বিশ্ববিদ্যালয়ে তথা মহাবিদ্যালয় গুলিতে পরিচিত হয়ে উঠেছে৷ উনার লেখা বর্ত্তমান ‘‘বাঙলা-বাঙালী---সেকাল একাল’’ বইটিকে লেখার প্রেরণা মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের লেখা‘‘ সভ্যতার আদি বিন্দু রাঢ়’’ বইটি থেকে পেয়েছেন৷ সভ্যতার আদিবিন্দু বইটিকে ভিত্তি করে আর বাঙলা ও বাঙালীর ওপর যে সকল চিন্তাবিদগণ ও ঐতিহাসিকগণ লিখেছেন তাদের অভিমত ও পুরানাদিতে বঙ্গ সম্বন্ধে যা যা আলোচনা রয়েছে সে সব তথ্য তিনি তাঁর এই বইটিতে সুন্দরভাবে আলোকপাত করেছেন৷ এই বইটি বাঙালীর এক গুরুত্বপূর্ণ গ্রন্থ হবে৷ বইটি উৎসর্গ করেছেন ---‘‘সভ্যতার আদিবিন্দু রাঢ়’’ বইটির প্রণেতা শ্রীপ্রভাতরঞ্জন সরকারকে,তাঁর উৎসর্গের ভাষা হ’ল---
‘‘তুমি কি আলো ছড়িয়ে দিলে আমার মনে এ কাননে৷’
চোখে দেখিনি---অথচ গুণে মুগ্দ হয়েছি
অপূর্ণ আকাঙ্ক্ষার অক্ষম রূপায়ণে তোমাকে স্মরণ করেছি৷
যার লেখা ‘সভ্যতার আদি বিন্দু রাঢ়’
আমার এই গ্রন্থ লেখার প্রেরণা,
সেই মহান দার্শনিক, ধর্মসংস্কারক , সমাজতাত্ত্বিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম৷
বইটি বাঙালী মাত্রেরই পাঠ্য৷
বইটির মূল্য ২৫০ টাকা মাত্র৷
যোগাযোগ--- মোঃ ৯০০২৮৯৪৮০৮
- Log in to post comments