লেখক
কৌশিক খাটুয়া
প্রাণখোলা হাসি হাসলে পরে
ভালো থাকে জীবন মন,
নিঃস্বার্থ ভালবাসলে তবে
ভালো থাকে এ ভূূবন৷
হাসি যেন আসে সুখের স্মৃতিতে
হাসিমুখে বরণ প্রেম ও প্রীতিতে৷
তোমার হাসির ভাগীদার জন
খুব সহজেই হয় প্রিয়জন,
তাই মানব-ঐক্য গড়িবার তরে,
হাসি ভরা থাক সব পরিবারে৷
হাসি যদি আসে হাসতে দিও,
দমন না করে, তুমি ভাগ নিও৷
রসিক মানুষ রস নিবেদনে
রসের কাঙাল চাহিদা পূরণে
উভয়ের ভালো নিহিত যে পথে,
হাস্যরসে তারা কি আবেগে মাতে!
মেঘ, উদ্বেগ দুই অদৃশ্য
নয় অচ্ছুত নয় অস্পৃশ্য,
একের সমস্যা সামূহিক হোক
তাতে যদি সবার বাড়ে দুর্র্ভেগ,
তবু ঐক্যের লাগি মানবতার লাগি
সাদরে গ্রহণ সেই দুর্র্যেগ!
- Log in to post comments