হে প্রিয়তম

লেখক
কৌশিক খাটুয়া

তুমি স্রষ্টা, প্রতিপালক,

তুমি পরিত্রাতা,

তোমার চরণে শতকোটি নমি, তুমি পরমপিতা৷

তব কৃপায় তোমাকে জেনেছি,

সারাৎসার তোমাকে মেনেছি

সর্বদা সাথে তাও বুঝেছি

যুগ যুগ ধরে শুধু তোমা তরে

চাপা আছে ব্যাকুলতা৷

 

যে কথাটি আজও হয়নি ব্যক্ত

সে কথা কি তবে অশ্রুসিক্তা!

সব খানে নয় অভিব্যক্ত

তাই প্রকাশের আকুলতা৷

 

ছোট ছোট কথা ছোট ছোট ভাব

অঞ্জলী দিয়ে গড়ি সদ্ভাব,

সৃষ্টির মাঝে তব আবির্ভাব

নানারূপে রঙে তোমারই আভাস৷

 

বিপদে সম্পদে আছ পাশে পাশে,

পুষ্প কোরকে ফুলের সুবাসে

রাকার আলোয় দখিনা বাতাসে

তোমার প্রেমের স্নিগ্দ প্রকাশ৷

 

শতরূপে দেখি তোমার হাসি,

কোন নীপবনে বাজাও বাঁশি

দখিনা পবন হয় উদাসী

এ কোন আকর্ষন!

কীর্তনে গানে সাধনে ভজনে

করি ভাব আহরন,

যে ভাব-তরঙ্গে সর্ব অঙ্গে

 অনুভবি শিহরণ৷

মননে তোমার নিত্য লীলা

এ কোন বৃন্দাবন!