লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
দলের দুর্নীতি-পরায়ণ নেতাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, আত্মগোপন করে দুর্নীতি করা যায় না৷ এ প্রসঙ্গে তিনি বলেছেন, হরিণ যেমন মুখটা লুকিয়ে রেখে ভাবে আমার পেছনটা আর ফের দেখতে পাচ্ছে না, আমার শরীরটা কেউ দেখতে পারছে না, কিন্তু শরীরটা তো সবটাই বাইরে আছে, মুখটা তো শুধু ঢাকা আছে৷
কথাটা উনি হয়তো বেখেয়ালে বলেছেন৷ ওই স্বভাবটা হরিণের নয়, উটপাখির৷ আত্মরক্ষার ব্যাপারে উটপাখির বোকামি সর্বজনবিদিত৷ বিপদ দেখলে উটপাখি বালিতে মাথা গুঁজে শুয়ে থাকে, ভাবে বিপদ থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেই সে নিরাপদ৷ আত্মরক্ষার ব্যাপারে উটপাখির এহেন নির্বুদ্ধিতার জন্য ইংরেজিতে একটি প্রবচন প্রচলিত আছে---অসট্রিচ্ লাইক (উটপাখির মতো)৷
- Log in to post comments