তোমারে হেরিয়া স্তম্ভিত
তাই হয়নি তোমায় ডাকা,
জ্যোৎস্না রাতে নিদ্রীত ধরা
জেগে নীহারিকা রাকা৷
এসেছো না বলে,যেওনাকো চলে
কেন এলে যাও বলে,
ভাব বিনিময় রয়ে গেছে বাকি
এসো মনের দুয়ার খুলে৷
কিভাবে ডাকিলে পা’ব তব সাড়া
কি নামে ডাকিব বলো,
কোন উপাচারে পুজিলে তোমায়
আঁখি হবে ছলছল৷
এত আয়োজন কুসুম-চন্দন
ধূপ, দীপাধার কিবা প্রয়োজন,
সকল ধারায় তুমি আধৃত
সব সৃষ্টিতে আছে নারায়ণ৷
তোমার চরণে ভক্তি নিবেদনে
ব্যর্থ প্রয়াস কেন বার বার,
তুমি নিজে এসে ধরা নাহি দিলে
মন্ত্রে বাঁধিবে সাধ্য কাহার!
আর দূরে নয়, কাছটিতে বসো
সুরের ধারায় মিলাও প্রাণ,
একই স্রোতে বয় সুর-প্রাণধারা
মহাজীবনের অভিযান৷
প্রকৃতির বাঁধন ছিন্ন করেছি
প্রেম ডোরে মোরে বাঁধিয়া লও,
জীবনের শুরু তোমার মাঝে
শেষের কথা শুনিয়ে দাও৷
আছো অন্তরে, বিশ্বচরাচরে
অন্তরে তাই নাই হারাবার,
নাই আবাহন, নাই বিসর্জন
ভিতর-বাহির সব একাকার!
l l l l l
- Log in to post comments