ঝর ঝরিয়ে বৃষ্টি এলো

লেখক
কৌশিক খাটুয়া

ঝর ঝরিয়ে বৃষ্টি এলো

শয্যা নেওয়ার সময়৷

আবহাওয়া শীতল হলো

সুনিদ্রা নিশ্চয়৷

সারাদিনের গুমোট আর

গোমড়ামুখো মেঘ,

স্বপ্ণ-রঙ্গীন নিদ্রা আশ্বাসে

কাটলো উদ্বেগ৷

 

(২)

জীবনটা নয় সংকীর্ণ

এক উদার মহাকাশ,

সেই মহাকাশ

কখনো শুভ্র কখনো কৃষ্ণ

অথবা নির্মল নীলাকাশ৷

                        অনন্ত নীলাকাশে

                        রবি-শশী-তারা হাসে,

                        উদার হৃদাকাশে

                        তাঁর ছবি সদাভাসে৷