কার পরশে

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

কার পরশে মন ভুলেছে ক্রন্দন,

কার ডাকে মন ছিঁড়েছে সব বন্ধন৷

কে বাজালো বন্ধ দ্বারে ঘন্টা

উঠলো জেগে ঘুমন্ত মোর মনটা৷

বিশ্বজুড়ে কে মেতেছে কর্মে

কার আহ্বান পেলাম আমি মর্মে৷

কার প্রবচন ঘুচায় মনের জড়ত্ব,

কার আদর্শ জাগায় মনে মহত্ব৷

খুঁজবো তাঁরে পূজব সকাল সন্ধ্যে,

কাটাবো দিন ধর্মে কর্মে আনন্দে৷