লেখক
জ্যোতিবিকাশ সিন্হা
অঙ্ক কষা তো হ’ল অনেক, বন্ধু,
অদৃশ্য খাতায়, জাগতিক নিয়মে
তবু কেন মেলে না জীবনের হিসাব---
যত করি গণিতের সূত্র প্রয়োগ
ততই যেন ঘুরে মরি রহস্যের গোলকধাঁধায়৷
উত্তর ও দক্ষিণ মেরু পরস্পর বিপরীত
তবে কেন তারা টানে উভয়কেই
ভিন্নমুখী নদীগুলি কেন মেশে মোহনায়?
কেন আলো ঝলমলে অট্টালিকার নীচে
ঝুপড়িতে জ্বলে টিমটিমে টিনের প্রদীপ
দুইখাতে বয়ে যাওয়া দু’টি মন
কেন জীবন বীণায় সুর তোলে একসাথে
সুখের সংসার গড়ার প্রয়াসে?
এই বিশাল ধরিত্রীর জঙ্গম মানুষ
চাওয়া-পাওয়া, দেনা-পাওনার বেড়া ডিঙ্গিয়ে
কেন খোঁজে ছোট্ট একটি শান্তির নীড়?
- Log in to post comments