লেখক
কৌশিক খাটুয়া
মানব জাতির পেতে পরিত্রাণ
রচিত হয়েছে যেই গান
অষ্টাক্ষরী সিদ্ধ নাম,
সে গান ‘‘বাবা নাম কেবলম্ ৷’’
যে গান গাওয়ার নাই মাহেন্দ্রক্ষণ,
শুধু প্রয়োজন ভক্তিভরা মন৷
দৈহিক, মানসিক, আধ্যাত্মিক কল্যাণ
নিহিত রয়েছে যাতে, শুভ পরিনাম৷
যে যেখানে পারো একক বা সমবেত,
ভক্তিভরে কীর্ত্তন একান্ত অভিপ্রেত৷
সৃষ্টি করে আধ্যাত্মিক তরঙ্গ
যোগ-সাধনার এক অবিচ্ছেদ্য অঙ্গ৷
রোগ-জ্বালা দূর করে আয়ু বৃদ্ধি হয়
সাহস যোগায় মনে, দূর করে সংশয়৷
আধ্যাত্মিক স্তরে দেয় অনুপম আনন্দ
তারিয়ে উপভোগ করি, নাই দ্বিধা-দ্বন্দ্ব৷
সমবেত সুর তুলে,
গুরুকে তুষ্ট করি বিশ্ববাসীকে আবেদন
কীর্ত্তনীয়ঃ সদা হরিঃ৷
- Log in to post comments