করোনা ভাইরাস

লেখক
জয়তী দেবনাথ

সারা বিশ্বকে কাঁপিয়ে দিলো           
               করোনা ভাইরাস,
দুঃস্বপ্নের মতোই জীবন
          করছে কেবল গ্রাস।
থামলো যেন ঘড়ির কাঁটা
     থমকে গেল সময়,
ট্রেনের হর্ন না বেজে আজ
    সাইরেনেই ভয়।
পথের ধারে দিন কাটানো
     মানুষগুলো হেলায়,
  ভাইরাসে মরার আগে
      মরছে খিদের জ্বালায়।
এর ভেকশিন আবিষ্কারে
      বিজ্ঞান আজও রত,
  দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা
         বাড়ছে শত শত ।
বিজ্ঞান তবু হবে না হতাশ
      দমবে না তো আর,
দিনরাত এক করেও তাই
      মানছে না যে হার।
পুলিশ ও ডাক্তাররা
       ভুলে প্রাণ-ভয়,
খাটছে শুধু এই আশায়
       করবে লড়াই জয় ।
আজও মোদের দৃঢ় বিশ্বাস
        স্থির প্রত্যয়,
সতর্কতা ও বিজ্ঞান মিলে
      রুখবে বিপর্যয়