লেখক
কৌশিক খাটুয়া
তুমি আমার পানে চেয়ে থাকো
তবু চিনতে তোমায় বাকি,
তুমি যখন ডাক তখন
কেমনে দিই ফাঁকি৷
তুমি আছো আলো করে
আমার হৃদয় জুড়ে,
আলো করে আছো আমার
চলার পথের ধারে৷
মাঝে মাঝে আঁধার ঘনায়
গহন রাতের ঝড়ে,
আলোর ছটায় উজ্জীবিত
সূর্যালোকে ভোরে৷
ঢেউ দিয়ে যায় ঢেউ খেলে যায়
জীবন স্রোতধারা,
জোয়ার-ভাঁটা নিয়ম মতে
এটাই জীবনধারা৷
স্তুপীকৃত গ্লানির তলে
প্রেমের ফল্গুধারা,
মোহন বাঁশি কর্ণে পশি
প্রেমে মাতোয়ারা৷
স্বরূপ তোমার হয় অপরূপ
অবিচ্ছেদ্য বাঁধন,
প্রেমডোরে বাঁধব তোমায়
সেটাই আমার সাধন৷
এক অবিচল লক্ষ, ‘তুমি’
বহু জনম হতে,
জীবন নদীর স্রোতধারা
মিলবে তোমার স্রোতে,
তোমার লীলার বিষয় আমি
এই আনন্দে বাঁচি,
আসা যাওয়া তোমায় ঘিরে
তোমার ছন্দে নাচি৷
- Log in to post comments