‘মোহন বাঁশী’

লেখক
কৌশিক খাটুয়া

তোমার বাঁশীর সুরে

বুঝি তুমি নাইকো দূরে,

কাছে থেকেও নাই নজরে

 হারাই সৃষ্টির ভীড়ে!

 

আকুল হয়ে এত ডাকি

তবু কেন দাও যে ফাঁকি,

রাতুল চরণে মনটা রাখি

 থাকো হৃদয়-নীড়ে৷

 

সমুখ পথে চেয়ে থাকি

 তোমায় দেখার ছলে,

তোমার বাঁশীর সুর

কেবল তোমার কথাই বলে৷

 

তোমার লীলার ছন্দে নাচি

 ‘যা’ খুশি তাই কর,

অজ্ঞ বিজ্ঞ প্রাজ্ঞ সাজাও

 রাজা-ফকির গড়৷

 

তোমার হাতের খেলনা আমি

 নয়কো আদৌ ফেলনা,

মোহন বাঁশীর তালে দোলে

 বিশ্ব-দোলার দোলনা!

 

বাঁশীর সুরে তালে নাচে

 সাগরে ঊর্মি মালা,

 তটিনীর ধারা রবি শশী তারা

 স্বর্গীয় সুরে উতলা!

 

যে বাঁশীর আবেগ অশ্রু ঝরায়

সে’ বাঁশীর প্রভাব হাসিতে ভরায়,

 আশা-হতাশা, বেগ-উদ্বেগ

বাঁশীর সুরে কোথা সরে যায়!

 

দখিনা হাওয়ায় ঝর্ণাধারায়

বিহগ রহেনা আপন কুলায়,

সুরের ধারায় আত্মহারায়

মর্ম মাঝে কে বংশী বাজায়!

 

আমার অনেক বলার ছিল

 রাতুল চরণ তলে,

সুর হয়ে ‘তা’ মিশে গেছে

 ভক্তি অশ্রু-জলে!

 

কেউ কি জানে তুমি কোথায়

 বাঁশীর সুরে সুরে,

হৃদয় মাঝে হৃদয় জুড়ায়

 হৃদয় অন্তঃপুরে!