নারীর মুক্তি

লেখক
পূর্ণতা দেব

বিশ্বশ্রষ্টা হে পরমপিতা৷

আমি তোমারই অর্পিত পূর্ণতা৷

মোরে দিয়েছো জন্ম, নারী রূপে৷

তুষিতে তোমারে,

ধরনী সেবিতে আলোকজ্জ্বল পথে৷

এসে দেখি তুমি গড়েছো নর, গড়েছো নারী৷

দিয়েছো সকলে সমভাবে তুমি,

সমান অধিকারী৷

তবুও সমাজ নারীকে করেছে প্রবঞ্চনা৷

করেছে শোষণ, করেছে তার সাথে

কত ছলনা৷

সম্মান নিয়ে হানাহানি করে

কেরে নিয়ে বহু অধিকার৷

তবুও নারী সহ্য করেছে ধৈর্য্য ধরে

স্মরণ করেছে তোমায়৷

অসহায় হয়ে পড়েছিল নারী,

অন্ধকুপের বদ্ধঘরে৷

দেখেনিও কেও খোঁজেনি কখনো,

কেঁদেছে জীবন ভর৷

তুমি এসে তার খুলে দিলে দ্বার৷

অশ্রু মুছিয়ে বল্লে৷

জেগে ওঠ তুমি, জাগো মোর মেয়ে৷

দৃপ্তকন্ঠে প্রতিবাদ করে  এগিয়ে চল লক্ষ্যে৷

বিশ্ব মাঝারে দিয়েছো তুমি অর্ধেক নর

অর্ধেক তব নারী৷

উঁচু-নীচু নয় অধিকারে তারা সম৷

দিয়েছো প্রাউট, শুধু তাই নয়

আরো কত কত৷

যাহা যাহা লাগে  সব কিছু দিলে---

মোর  এ জীবন ভরে৷

প্রণতি জানাই শ্রীচরণে তব

পাই যেন পরাভক্তি৷

চাই না কোন কিছু, পাই জেনো বিমুক্তি৷