নব্য মানবতাবাদীদের প্রতি

লেখক
প্রভাত খাঁ

(১) নব্য মানবতাবাদী

ভাই ও বোন

প্রভাতের পাঞ্চজন্য

শঙ্খধবনী কান পেতে শোণ৷

(২) মাটির পৃথিবী পরে

মানব সমাজগুলি

মানবতা শূন্য, তাই

সেবায় বাড়াও হাতগুলি৷

(৩) ছোট বড়ো, উচ্চনীচ

জাত-পাত ভেদাভেদে

মন থেকে দূরকরি

ছুটে যাও আলো  দিতে৷

(৪) ধনতন্ত্র ভাতে মারে

আঁতে মারে কমিউনিষ্ট

সদাই মনে রেখো

‘তাইতো মোরা প্রাউটিষ্ট’৷

(৫) তত্ত্বকথায় চিঁড়ে ভেজে না

অভাব মেটে বাস্তবতায়৷

যতোটুকু পার অভাব মেটাও

ঋজু হয়ে মাটিতে দাঁড়াও৷

(৬) প্রতিবাদ আর প্রতিরোধ করো

সত্যপথের পথিক যাঁরা

সদামনে রেখো প্রিয়ভাই বোন

তাঁরও প্রিয় হন কেবল তাঁরা৷