নেতাজী

লেখক
 জয়তী দেবনাথ

শতকোটি প্রণাম তোমায়

ধন্য তুমি বীর৷

এই ভারতের গর্ব তুমি ৷

উচ্চ তোমার শীর৷৷

                        তোমার জ্যোতিতে উজ্জ্বল হল

                        এই ভারত-গগন৷

                        দেশমাতার সেবায় তুমি

                        সঁপিলে তনু-মন৷৷

            তোমার কীর্তিতে মুগ্দ আজি

সকল ভারতবাসী৷

ভারত-গীতে বাজে আজও

তোমার মধুর বাঁশী৷৷

                        হে বীর তুমি আজও আছ

                        সবার বরণীয়

                        যুগে যুগে থাকবে তুমি

                        হয়ে স্মরণীয়৷৷

তোমার ছোঁয়ায় ধন্য হ’ল

এই ভারতের ভূমি,

সবার হৃদয় জুড়ে সদা

থাকবে মহান তুমি৷

                        তুমিই মোদের পাথেয় হবে

                        ওগো সুধী পথিক,

                        মতানৈক্যের এই যুগে

                        তোমার পথই সঠিক৷৷