বিনামূল্যে সরকারী টেইলারিং ট্রেনিং
ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্র্পেরেশন NSDC) অনুমোদিত ইণ্ডিয়া জুট ইণ্ডাষ্ট্রিজ রিসার্চ এসোসিয়েশনের IJIRA) সাথে আনন্দমার্গ প্রচারক সংঘ ট্রেনিং পার্টনার হিসেবে স্থানীয় জনসাধারণের জন্যে খুব শীঘ্রই আনন্দনগরে টেইলারিং ট্রেনিং সেন্টার চালু করতে চলেছে৷ এখানে ভারত সরকারের ‘স্কিল ডেভেলপমেন্ট এণ্ড এণ্টারপ্রেণারশিপ MSDE)’ মন্ত্রণালয়ের অন্তর্গত প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা-৪.০PMKVY4.0) ট্রেনিং প্রদান করা হবে৷ ট্রেনিং শেষে শিক্ষার্থীদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্র্পেরেশন NSDC) কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে৷ যারা ট্রেনিং নিতে উৎসুক তাদের নাম রেজিষ্ট্রেশন চলছে৷
আধার কার্ডের ফটোকপি ও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিয়ে নিম্নোক্ত 70764 32596) নম্বরে হোয়াটস্যাপ করতে হবে৷ (নোট: আধারের সাথে যে মোবাইল নম্বর দেওয়া হবে নাম রেজিষ্ট্রেশনের সময় ওই নম্বরে ওটিপিOTP) যাবে ওই ওটিপি নম্বর জানালেই রেজিষ্ট্রেশন হয়ে যাবে)৷
কারা ট্রেনিংয়ে নিতে পারবে? ১৫ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত মহিলা-পুরুষ সকলেই পারবে৷