সেদিনও জেগেছিল শাল-পিয়ালের কোলে এমনই ফাগুন
বনবিতানে মধুর কুহুতানে মুখর কোকিল
পলাশের ডালে হাওয়ায় দোলা পুষ্পিত আগুন
প্রকৃতির বুকে বসন্তের আনন্দ অনাবিল৷
কুলু কুলু রবে রঙের উৎসবে উচ্ছল উত্তরা-দক্ষিণা
ফুলের গন্ধে নৃত্য ছন্দে চঞ্চলা হরিণী
আঁকাবাঁকা পথে ছুটিয়া চলিতে নাই যে তার মানা
দূরে ওই শান্ত বেলামু, ধ্যানমগ্ণ গম্ভীর, মৌনী৷
পরমপিতার নির্দেশ মানি সত্যনিষ্ঠ ভক্ত দলে দলে
ঊষর টিলার পাথর ভাঙে, ফণীর সাথে বাঁধে ঘর
ঝড়-জল-রোদে অবিরাম মহানন্দে কর্মযজ্ঞ পাহাড়ে-জঙ্গলে
গড়িতে মহাসম্ভূতি-পদচিহ্ণ আঁকা পবিত্র আনন্দনগর৷
অতর্কিতে হানে আক্রমণ হিংস্র নর-শয়তান হাজারে হাজারে
সত্য ধর্ম মানবতার শত্রু কুচক্রী ইঙ্গিতে---
প্রতিরোধে আগুয়ান ত্যাগব্রতীগণ অকুতোভয় ধর্ম-সমরে
পঞ্চ দধীচি বিসর্জিল অমূল্য জীবন দুর্বৃত্তের অস্ত্রাঘাতে৷
আত্ম বলিদানে সমুজ্জ্বল ৫ই মার্চ, পুণ্য দধীচি দিবস
যন্ত্রণা-তপ্ত অশ্রু মুছি, একসাথে নিই শপথ---
ত্যাগ সেবা মন্ত্রে উদ্বুদ্ধ কর্মব্রত নিরলস
পঞ্চদধীচির আদর্শ শিখায় প্রদীপ্ত মানুষ যত
ঢালি জীবন যৌবন বিশ্বপিতার চরণ কমলে
নাশি সকল দুঃশাসন, দুষ্টচক্র, পাপের গড়
বিশ্ববিধাতার অনন্ত অমেয় আশীর্বাদ বলে
গড়বই পৃথিবীর আলোকবর্তিকা মহান আনন্দনগর৷
- Log in to post comments