লেখক
আচার্য গুরুদত্তানন্দ অবধূত
অবধারিত মৃত্যুর হাত থেকে
বাঁচিয়েছো কত দিন,
নাবিয়েছো বিপর্যয়মুখী বাস হতে
কৈশোরে জীবনে,
তুলেছো টানি---বিক্ষত মনের আবর্জনা থেকে
আলো আঁধারি পথে,
মৃত্যুমুখে হারায়েছি চেতনা যবে
যুগিয়েছো তুমি বল,
থেকেছো সাথে সব দিন ঘেরিয়া মোরে
ভুলি সে কেমনে?
নূপুর নিক্কনে কুসুম কাননে
এসেছো কাছে মম,
ঘাত প্রতিঘাতে গড়েছো মোরে সে জানি
তাই এত ভালবাসাবাসি প্রিয়তম!
- Log in to post comments