পরমাশ্রয়

লেখক
কৌশিক খাটুয়া

পথে পথে আমি আশ্রয় খুঁজি

অর্থের বিনিময়ে,

স্থানাভাবে মাথা গুঁজিয়াছি

নিতান্ত নিরুপায়৷

অনিচ্ছাতেও থাকতে বাধ্য

চির পরবাসী হয়ে,

জীবনের এক সিংহভাগ

রয়েছি পরাশ্রয়ে৷

যাযাবর সম অস্থায়ী বাস

খুঁজি শান্তি ও সম্প্রীতি,

হেথায় হোথায় কোথায় নিবাস

জানিয়া পথের ইতি!

দীর্ঘদিনের পরাশ্রিত আমি

পরবাস গেছে শয়ে,

লক্ষ্য যেথায় পরমাশ্রয়

পরমার্থের বিনিময়ে৷

কবে ফিরে যাব, কি করে যে পাব

আদি পিতার ভবন,

যেথা থেকে আসা, সেথা ফিরে যাওয়া

প্রিয় সে অমৃত সদন৷

চলার পথে তুমি থাকো সাথে

আর নয় সংশয়ে

আশ্রয় নয়, পরমাশ্রয়ে গতি

পুত্রের পরিচয়ে৷

তোমার ভবন ভুবন ব্যাপিয়া

একই সে আধার ভূমি,

যেথা নানারূপে শুধু তুমিই বিরাজ

সে আধারে আছি আমি!

পরমশান্তি, চরম প্রাপ্তি

চাহিদা পূরণ করে,

মানবজীবনে সার্থকতায়

থাকো মোর হাত ধরে৷

যেথা ধূলায় মাখা শ্রীচরণ রেণু

থাকুক আমার শিরে,

ভূবন ভোলানো মোহন বেনু

বাজুক মনন ঘিরে৷