পরমপিতা

লেখক
কৌশিক খাটুয়া

সকাল বেলায় পাখীর কুজনে

ঘুম ভেঙ্গে যায় মোর,

পূবদিক হয় রক্তিম বরণ

দোর খুলে দেখি ভোর৷

 

সন্ধ্যার  মুখে পাখীরা যখন

যে যাহার সবে ফিরিছে কুলায়,

আকাশ ছাইয়া তারকার দল

মিটি মিটি করে চায়৷

 

বলতে কি পারো এগুলির কেন

হয় না অনিয়ম?

সবকিছুতেই তাঁরই অবদান

তাঁরই যে নিয়ন্ত্রণ৷

 

চিন্তা করিয়া হয়েছো আকুল

কে ইহার নিয়ন্ত্রক,

তিনিই চালান বিশ্বজগত

বিশ্ব পরিচালক৷

 

বিশ্ব-ব্রহ্মাণ্ড তাঁহারই রচনা

সকলই তাঁহার গোচরে,

সকলের মাঝে তিনি বিরাজেন

আছে অন্তরে  ও বাহিরে৷

 

ভেবে দেখ  মন কে  সেই জন

আছে আজ কোনখানে

ভক্তি-নিষ্ঠায় তাঁকে পাওয়া যায়,

হৃদয়ের মাঝখানে৷

 

তাঁর দৃষ্টিতে তৃণ হতে

বটবৃক্ষ যে হয় সমান,

পিপিলিকা হতে’ হস্তীর মধ্যে

রাখেননি ব্যবধান৷

 

তিনি সর্বজ্ঞ তিনি সর্বতর

তিনি সর্বশক্তিমান,

তাঁকে পাওয়ার লক্ষ্যে  আমার

অবিরাম অভিযান৷

 

তাঁর ভাবনায় থাকি নিমগ্‌ন

তাঁর সাধনায় জীবন ধন্য,

সুখ-দুঃখের চির সাথী তিনি

প্রথম প্রভাতে তিনি বরেন্য৷