লেখক
কৌশিক খাটুয়া
বলতে পারো সূর্যিমামা
ভোরে কেন ওঠে,
কুঁড়ি কেন সকাল বেলা
ফুল হয়ে ফোটে?
ঝর্ণা কেন নৃত্য করে
একই ছন্দ ধারায়,
নদী কেন কলতানে
সাগর মাঝে হারায়?
মহাকাশের তারার মালা
কেন অনিদ্রাতে,
ধ্রুবতারা কেন সাথে
নিশিথে পথ দেখাতে?
সাগর পরে ঊর্মি কেন
নাচে উচ্ছ্বল ছন্দে,
ভ্রমর, অলি কেন জোটে
কুসুমের সুগন্ধে?
জোনাকি কেন আলো জ্বেলে
সন্ধ্যা আরতি করে,
ঝিঁঝিঁ কেন খেয়াল গায়
বনে ঝোপে-ঝাড়ে?
ময়ূর কেন পেখম তুলে
আকাশে মেঘ হলে,
চাতক কেন তৃষ্ণা মেটায়
কেবল বৃষ্টি জলে?
কুহু সুরে কোকিল ডাকে
কি কথা সে বলে,
মধুপ কেন ফুল বাগানে
আসে দলে দলে ?
পাখিরা কেন এত স্বাধীন
যখন খুশি ওড়ে,
দখিনা পবন শিষ দিয়ে বলে,
পরমপিতার বরে৷
- Log in to post comments