রাঢ়ের মাটি সৃষ্টির ঘাঁটি

লেখক
শিবরাম চক্রবর্ত্তী

রাঢ় বাংলাই এই পৃথিবীর

সৃষ্টির মূলে থাকার ফলে,

শুনেই তাই আনন্দের ক্ষীর

খেয়ে বাঙালী নেচেই চলে৷

শ্রী প্রভাতরঞ্জন সরকার

যুক্তিসহ প্রমাণ দিতে,

‘সভ্যতার আদিবিন্দু রাঢ়’

বই লিখে তার কাটেন ফিতে৷

পুরাতত্ত্ববিদগণেরা

এই বইটি বিষদ ভাবে,

পড়লেই ভাল জানবেন তাঁরা

জগৎ সৃষ্টি হলো কবে৷

সে যাই হোক, সৃষ্টির মূলেই

রাঢ় বাংলাকে পেয়ে যেতে,

সভ্যতাও তাই রাঢ় থেকেই

ছড়িয়ে যায় বিশ্বের ক্ষেতে৷

রাঢ়ের মাটি নিয়ে ল্যাবে

কেহ পরীক্ষা করলে পরে,

সে ঠিক নোবেল প্রাইজ পাবে

আর অথাও আসবে ঘরে৷

পি.আর. সরকারের এই আবিষ্কার

সে দিন সত্য প্রমাণ হ’লে

তখন তাঁর খুব বাহবার

পথে আসবে সবাই চলে৷

আর এতেই বিশ্বের সাথে

আম বাঙালীর ভরবে বুক,

তখন সবাই একাত্মাতে

রাঢ় বাংলার মিটাবে দুখ৷