তোমার শুভ্র সমুজ্জ্বল জীবন পরিক্রমা
সূর্যের মতো সমস্ত আঙিনাকে স্পর্শ করে,
তোমার চিন্তার মূল্যায়ণ নীলিমার মতো
বিশ্বচেতনাকে উন্মুক্ত করে৷
শৈশব থেকে উদার ও
শিল্পসম্মত ঈশ্বর চেতনা,
ব্রাহ্ম সমাজের
আচার বিচার মুক্ত সংঘবদ্ধতা
পৌত্তলিকতার অবমাননা
তোমার সমস্ত জীবন দর্শন
রয়েছে তোমার কবিতায়,
সেই সম্পদ আহরণে চলি
তব কবিতার পাতায়৷
কাব্যচর্চার নাই পরিসীমা
উপকূলহীন বিস্তার,
পূর্ণ রয়েছে মুক্ত ও মণি, পান্না ও চুনি
নাই বুঝি আর শেষ তার৷
হে রূপদক্ষ---
রূপসাগরে ডুব দিয়ে তুমি
যা করিয়াছ আহরণ
নন্দন তত্ত্বের মাপকাঠিতে তাহা
সুগন্ধ করিছে বিতরণ৷
স্বদেশী আন্দোলনের ভাবাবেগ তোমায়
আন্দোলিত করেছিল বারে বারে,
সে কোন যুগাবতার, মহাসাধক
এসেছিল আমাদের মাঝারে!
তুমি ভেবেছিলে ভারতে প্রথম
গণশিক্ষার প্রয়োজন
নিজ মহিমায় গৌরবান্বিত
তোমার শান্তিনিকেতন৷
ব্যক্তি স্বাধীনতা,গ্রামীন ভাবনা,
বিশ্বভাবনায় তব স্বতন্ত্রতা,
সে এক নিজস্ব ধারা,
সে ধারায় আজও অম্লান জনমত্ততা৷
বস্তুজগতের ঐতিহাসিক প্রেক্ষাপটে
চেতনাকে দিয়েছো সমাধি
সৌন্দর্য আনন্দোপলদ্ধি আলম্ব
পরমব্রহ্ম ছিল নিরবধি৷
- Log in to post comments