ঋতুরাজ সমাগত

লেখক
কৌশিক খাটুয়া

শীতের জড়ত্বের অন্তে

বসন্তের চাপা চঞ্চলতা

ফাগুনের নানাবিধ গুনে

হৃদয়ের দীর্ঘ উদ্বেলতা৷

পলাশ-শিমুলে মিলে

অরণ্য রাঙানোর এত দায়!

বনবীথি সজ্জিত কৃষ্ণচূড়ায়

রঙীন বসন্ত শোভা পায়৷

পুষ্প কাননে-বনে

রঙীন পোষাকের নব সাজ,

দখিনা পবন যেন কয়

দুয়ারে এসেছে আজ ঋতুরাজ৷

শুষ্ক পাতা ঝরার শেষে

নবপত্রিকা শাখায় শাখায়

যেন হতাশার যবনিকা পরে

আশার ইঙ্গিত আলোক রেখায়৷

রঙীন ডানায় উড়ে প্রজাপতি

পুষ্পে পুষ্পে গুঞ্জরিত ভ্রমর,

জানিনা কী লগনে এই সমাবেশ

কোকিল কন্ঠে কুহু কুহু স্বর৷

চৈত্রের পূর্ণিমা তিথি

রঙের খেলায় সবে মাতি,

তাঁহার রঙে রঙ মিলিয়ে

প্রীতি ডোরে বরিব অতিথি