লেখক
কৌশিক খাটুয়া
প্রখর তাপে রবির কিরণে
পাপড়ি হয় ক্লান্ত,
তপ্ত হাওয়ায় কুসুম ঝিমায়
ঝিমায় পথের পান্থ৷
মাধবীলতার সুপ্তি ভাঙ্গে
সূর্য গেলে পাটে,
দখিনা হাওয়ায় মাথা নাড়ায়
রাতে যারা ফোটে৷
শিউলি ফোটে রাতের বেলায়
দিনে নিদ্রা যায়,
রবিবাবুর তীব্র তেজ
চরম উপেক্ষায়!
নীহারিকা সোহাগ করে
শিউলি নামে ডাকে,
রাতের বেলায় শিউলি জাগে
তারার অনুরাগে৷
নিশি জাগার গুরু দায়
প্রাণীদেরও আছে,
নিশাচর বাস্তু পেঁচা
বাদুড় ঝুলে গাছে৷
রজনীগন্ধা কয়, কীসের ভয়,
আমিতো রয়েছি জেগে,
দখিনা হাওয়া সুরভী ছড়ায়
আমার সুবাস মেখে৷
ক্লান্ত দেহ নিদ্রা চায়
সূর্য অস্ত গেলে
সুখ-স্বপনে শান্তি পায়
দুঃখকে ঝেড়ে ফেলে৷
ঘুমিয়ে গেছে গাছের পাতা
ঘুমিয়ে গেছে পাখি
তোমরা এবার ঘুমিয়ে পড়
বন্ধ কর আঁখি৷
ঝিঁঝিঁ পোকার তীব্র ডাকে
নীরবতার প্রকাশ,
বসুন্ধরা গভীর ঘুমে
জ্যোৎস্না-ভরা আকাশ৷
- Log in to post comments