লেখক
জয়তী দেবনাথ
দুইশত বৎসরের বহু যন্ত্রণার পর,
এসেছিল আমাদের স্বাধীনতা!
ধর্মান্ধের রোষে ভেঙেছে রাষ্ট্র
ছিন্ন হয়নি একতা
কলুষিত ছোঁয়ায় যায়নি হারিয়ে,
এই পূণ্যভূমির পবিত্রতা
বিদেশী শাসক পারলো কি ভাঙতে
আমাদের এই ঐক্য
হয়নি ব্যর্থ শত শহীদের
দেশ প্রেমের বাক্য
এই ভারতে যখনই কোনো
পাপীর হবে বাস,
ভারত মায়ের সন্তানরাই
করবে তাদের নাশ
কেউ পারবে না ভাঙতে মোদের
ঐক্য ও প্রীতি,
১৫ই আগষ্ট ভারতমাতাকে
দিচ্ছি প্রতিশ্রুতি
১৯৪৭ সালে ১৫ই আগষ্টের
সোনালী ভোরের আলো
সরিয়ে দিল জীবন হতে
বিষন্নতার কালো
ভারত গগনের সুভ্রতার জোরে
কাটল সকল মেঘ,
তবুও মনে আছে বীরেদের
বেদনা ভরা ত্যাগ
তোমার কতো সন্তান মাগো
হারালো নিজের প্রাণ,
তবুও তারা দিয়ে গেল
মোদের পরিত্রাণ
- Log in to post comments