লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত
শেফালীকে অনেকে আবার
শিউলি ফুল বলেও চেনে,
শরতের কোমল পরশে,
অপরূপ সৌন্দর্য তার
সকলকেই টানে৷
সুগন্ধ তার মনকে ভরায়,
আলতো মিষ্টি হাসে,
সৃষ্টি কর্তার অপূর্ব দান
বাতাসে সুবাসে৷
সাদার মাঝে কমলার ছটা
সুন্দর তার চেহারা,
ক্ষণিকের জীবন তার, তবুও
সে মন কেড়ে নেয়,
সে যেন মর্তের তারা৷
- Log in to post comments