স্মরণিকা

লেখক
পত্রিকা প্রতিনিধি

* বনের পাখির চেয়ে পিঞ্জরের পাখিটাই বেশি ছট্‌ফট্‌ করে৷

* নারীর মূল্য নির্ভর করে পুরুষের স্নেহ সহানুভূতি ও ন্যায়ধর্মের ওপর৷

* একটা বড় নাম দিলেই কোন জিনিস সংসারে বড় হয়ে যায় না৷

সমস্ত রমণীর অন্তরে নারী বাস করে  কিনা তাহা  জোর করিয়া বলা অত্যন্ত দুঃসাহসের কাজ৷ কিন্তু নারীর চরম সার্থকতা যে মাতৃত্বে এ কথা বোধ করি গলা বড়ো করিয়াই প্রচার করা যায়৷       ---শরৎচন্দ্র চট্টোপাধ্যায়