শ্রদ্ধার্পণ ও শপথ

লেখক
আঃ প্রবুদ্ধানন্দ অবধূত

হে সপ্তদশ দধিচীগণ লহ প্রণাম, লহ প্রণাম৷

চির নমস্য তোমরা করিলে আত্ম বলিদান৷

১৯৮২র৩০শে এপ্রিলে কলিকাতায় দিবালোকে,

নৃশংসভাবে হত্যা করিল তোমাদের তাজা প্রাণকে

কম্যুনিষ্ট সরকারের জল্লাদী হার্মাদ বাহিনী

ছিনিয়ে নিল তোমাদের প্রাণ,

বিজন সেতু ও বন্ডেল গেট এলাকায় লিখে দিলে

চির দধীচীর মৃত্যুঞ্জয়ী অবদান৷

সাক্ষী রইলো কলিকাতা বাসী,

আজও কেন স্তব্ধ ও নীরব মানবতা?

বিবেকহীন নেতা নেত্রীরা

আর কত দিন রবে দীর্ঘ বিচারহীনতা?

কত আর্তনাদ, দিন রাত বাড়ে, শোষণের শেষ কবে?

গদীর লোভ সামলানো ও মিথ্যা

আস্ফালন কবেই বা বন্ধ হবে?

নীতিবাদীগণ একত্রিত হও আজি, বাঁচাও সমাজ দেশ,

নহিলে বর্বরতার অষ্টপাশে একদিন তোমরাই হবে শেষ৷

আনন্দমার্গ নূতন দর্শন আনন্দের ধবজা ধারী,

ত্যাগী সদস্য সর্বত্রই দৃঢ় ব্রতে ব্রতী, তারাই কাণ্ডারী, প্রহরী৷

হত্যা করিয়া কিছু ত্যাগী প্রাণ, করিতে পারিবে না এর শেষ,

মানবধর্মে দীক্ষিত তারা,

ধর্ম রাজ্য গড়িবে সুস্থ্য পরিবেশ৷

প্রাউট দর্শন ও নব্যমানবতাবাদকে জানতে যারা আগ্রহী,

উদাত্ত কন্ঠে আহ্বান জানাই তাদের, আর কোরোনা দেরী৷

মহান সপ্তদশ দধীচিদের রক্ত নিয়ে শপথ গ্রহণ করেছে যারা,

তারাই গড়িবে নূতন বিশ্ব,

আনন্দমূর্ত্তিজীর শিষ্য তারা৷

বজ্র হুংকারে জানাই সবারে, আজ বাঁচাও মানবতা৷

পশুত্বের রাজ অবসান হোক, হও মানবরূপী দেবতা৷