ঠিকানা

লেখক
কৌশিক খাটুয়া

ঠিকানা আমার রয়েছে বিশ্বময়,

কোনো ঠিকানাই চিরস্থায়ী নয়

         সাময়িক আশ্রয়,

কত সহস্র জীবন পরে

       মানব জনম হয়,

খুঁজে পেতে হবে অন্তিম ঠিকানা

         লক্ষ্য পরমাশ্রয়৷

 

অজস্র জনম, অজস্র ঠিকানা

       সবই ছিল অস্থায়ী,

মনুষ্যেতর জীবন প্রবাহ

       ছিল এর তরে দায়ী৷

নাই ধারণা, ধ্যান-সাধনা

     ছিলনা তাঁহার সন্ধান,

মানব জীবনে শিক্ষা পেলাম

    পশু-মানুষের ব্যবধান৷

 

করুণাময়ের লীলার ধারায়

  কত জীব দেহ অতিক্রম,

ক্রম উন্নত বিকশিত মন

  মানব জীবন ব্যতিক্রম!

জনমের পর জনম এসেছে

      পেয়েছি মানব দেহ,

পেয়েছি মনন, হৃদয়, চিন্তন

     ভাব-সাগর অপরিমেয়!

 

  যে পথ দেখায় মুক্তির পথ

  যে পথে তোমার বিজয় রথ

 চলার প্রয়াস সে’’ পথে অব্যাহত,

অজানা সে’’ পথ আবিষ্কারে

 নদীর তীরে, গিরি কন্দরে

        মানুষ দ্বিধান্বিত!

 

ভাব সাগরে তরী বেয়ে

        আসে কোন কাণ্ডারী,

তাঁর ভরসায় চরম লক্ষ্যে

        শুরু জীবন নদী পারি৷

অলক্ষ্যে থেকে প্রেরণা জোগায়

          দেখায় পথের নিশানা,

লক্ষ্য আমার পরমাশ্রয়

           মোর শাশ্বত ঠিকানা!

 

    সাহসে ভর করে-----

বাধাবিপত্তি কোথায় যায় যে সরে,

     না জানিয়ে কে সে এসে

অমানিশা শেষে আলোর দেশে

    ডাক দিল সে মৃদু হেসে৷

যে পথে হবে যেতে ------

       শঙ্কিত পথ চলাতে

একেলা বজ্রপাতে

       তিনি এলেন পথ দেখাতে৷

 

     হৃদ মাঝারে তাঁর বরণে

তাঁর পদাঙ্ক অনুসরণে

           হয়েছিনু তন্ময়,

মাথার উপর বিধির হস্ত

তাই ‘বিঘ্ন-বাধা’ সদাই ত্রস্ত

অন্তরে জাগ্রত বরাভয়!