নইকো অবলা (মহিলা মহল)ঃ আমি নারী
আমি নারী!
সুন্দর এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি আমি৷
কখনও আমি বিদূষী মৈত্রী, ক্ষণা লীলাবতী৷
কখনও বা সতী সাবিত্রী সীতা অরূন্ধতী৷
আমার পূর্ণতা ষোড়শীর দর্পণে৷
পূর্ণতা মোর শত মনীশীর জন্মদানে৷৷
আমার পূর্ণতা নিশাবসানের হুংকারে৷
আমার পূর্ণতা দশভূজার রণ ঝংকারে৷৷
নারী হল একজন পূর্ণ মানব৷ সৃষ্টির ঊষালগ্ণ হতে নারী আপন জীবন তুচ্ছ করে নতুন প্রজন্মকে ধারণ, বহন ও পালন করে চলেছেন, নারীরা তাঁদের সেবা ও ত্যাগ দিয়ে রচে গেছেন কালের কাহিনী৷ সেই অনিত্যের নিত্যপ্রবাহিনীর জয়গাথা শুনতে পাই কবির কন্ঠে---
‘‘জনে জনে রচি গেল কালের কাহিনী,
- Read more about নইকো অবলা (মহিলা মহল)ঃ আমি নারী
- Log in to post comments