অসমে বাঙালী নির্র্যতনের বিরুদ্ধে বাঙালী জনগোষ্ঠী রুখে দাঁড়াক
বর্তমানে ভারতের ভাগ্যবিধাতা হয়ে যাঁরা কেন্দ্রে বসেছে, তাঁদের চিন্তা ভাবনার মধ্যে দেখা যাচ্ছে প্রতি পদে পদে অপরিণামদর্শিতার ছাপ৷ আশ্চর্য হতে হয় যখন কানে আসে একটা কথা --- ‘‘যারা ওপার থেকে এসেছে তাদের ওপারে তাড়ানো হবে’’৷ ওপার মানে পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ)৷ এই পূর্ব পাকিস্তান কারা জন্ম দিয়েছিল?