পরাজ্ঞানের তিনটি প্রধান শর্ত
শাস্ত্রে বলা হয়েছে---
‘‘শ্রবণায়াপি বহুভির্র্যে ন লভ্যঃ শৃন্বন্তোহপি বহবো যং ন বিদূ্যঃ৷
আশ্চর্র্যে বক্তা কুশলোহস্য লব্ধা আশ্চর্র্যে জ্ঞাতা কুশলানুশিষ্টঃ৷’’
মানুষের সমাজে কত লোকেরই না বাস৷ তাদের মধ্যে মুষ্টিমেয় মানুষই অধ্যাত্মজ্ঞান অর্জনের সুযোগ পেয়ে থাকেন৷ আবার তাদের মধ্যে খুব কম শতাংশ মানুষই হাতে কলমে আধ্যাত্মিক শিক্ষালাভের সুযোগ পেয়ে থাকেন৷ এর মূল কারণটা কী? কারণ হ’ল সাধনা বিজ্ঞান জিনিসটাই দুলর্ভ, আবার প্রকৃত অধ্যাত্মজিজ্ঞাসুর সংখ্যা আরও দুর্লভ আবার প্রকৃত গুরুর সংখ্যা আরও বেশী দুর্লভ৷