অসমের বাঙালী নির্যাতনের প্রতিবাদে সমস্ত বাঙালীরা রুখে দাঁড়াক
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালীরাই ছিল অগ্রগণ্য৷ বাস্তবিক পক্ষে উনবিংশ শতাব্দীর শুরুতেই শ্রী অরবিন্দের নেতৃত্বে বঙ্গ-ভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রাম শুরু৷ রবীন্দ্রনাথও তখন এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন৷ ‘‘বাংলার মাটি, বাংলার জল’’---এই গানটি গেয়ে ব্রিটিশ শোষকদের বিরুদ্ধে বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন৷ বাংলার অগ্ণিযুগ নামে পরিচিত হয়েছিল সেই সময়টা৷ ক্ষুদিরাম, প্রফুল্লচাকী থেকে শুরু শত শত বাঙালী বিপ্লবী স্বাধীনতার বেদীমূলে আত্মোৎসর্গ করেছিলেন, কেউ ফাঁসীতে ঝুলেছিলেন কেউ প্রত্যক্ষ সংগ্রামে প্রাণ দেন, কেউ বা সারাজীবন দীপান্তরের দণ্ড নিয়ে সমগ্র জীবন দে