নোতুন পৃথিবী কার্যালয়ে পদার্পণ দিবস
১৯৭৯ সালের ১১ই মার্চ প্রাউট দর্শনের প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকার (আধ্যাত্মিক জগতে যিনি শ্রীশ্রীআনন্দমূর্ত্তি নামে পরিচিত) নোতুন পৃথিবী কার্যালয় পরিদর্শনে এসেছিলেন৷ প্রতিবছর এই দিনটি নোতুন পৃথিবী কার্যালয়ে পদার্পণ দিবস পালন করা হয়৷
এই বছরেও এই দিন সকাল থেকেই প্রভাত সঙ্গীত, তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন, নগর কীর্ত্তন, নারায়ণসেবা নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷