ভারতীয় অর্থনীতিতে মন্দার ছায়া---সমাধান কোন্ পথে
কেন্দ্রের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী ভারতীয় অর্থনীতির উন্নতির উচ্ছ্বসিত প্রশংসা করলেও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার কিন্তু স্বীকার করেছেন ভারতের জিডিপি বৃদ্ধির হার ক্রমাগত হ্রাস পাচ্ছে৷ এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে বিগত ৭০ বছরে এমন দূরবস্থা আসেনি৷ তাঁর মন্তব্য উৎপাদন শিল্প থেকে কৃষি---সর্বক্ষেত্রে মন্দার পরিস্থিতি দেখা দিয়েছে৷ অটোমোবাইল থেকে বিসুকট শিল্প প্রায় সব ক্ষেত্রে বিভিন্ন ইয়ূনিট বন্ধ হয়ে যাচ্ছে৷ পার্লে জি.