জিডিপি নয় জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধিই উন্নয়ণের মাপকাঠি৷
সম্প্রতি একটি বহুল প্রচলিত দৈনিকে প্রকাশিত একটি সংবাদে দেখা গেল, ২০১৮ সালের বিশ্বের উন্নয়ণ সূচকে ভারতের অবস্থান ১৩০ তম স্থানে৷ ১৮৯ টি দেশের উন্নয়ন সূচক তুলনামূলকভাবে আলোচনা করতে গিয়ে এই চিত্র বেরিয়ে এসেছে৷
অবাক হওয়ার কথা বটে! ভারতের মন্ত্রী মহোদায়রা তো ভারতের উন্নয়নের ঢক্কানিনাদ তুলে দেশ মাতিয়ে তুলছেন৷ দাবী করছেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে৷ সেখানে ভারতের এই চিত্র--- কী করে সম্ভব! আর একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০১৮ সালের ‘হ্যাপিনেস ইনডেক্স’-এর চিত্রে গোটা বিশ্বে সুখের মাপকাঠিতে ভারতেরস্থান ১৪০ নম্বরে৷