অবনীন্দ্রনাথ (জন্মদিন---জন্মাষ্টমী)

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

বিষ্টি পড়ে টাপুর টুপুর

এমন দিনেই অবন ঠাকুর,

এসেছিলে মোহন তুলি হাতে

রঙে জলে রূপের খেলা

খেলে খেলে কাটতো বেলা

মৌন বাণী ফুটতো রেখার সাথে৷৷

কোথায় ডাকে ইষ্টিকুটুম,

পায়রা নাচে বাকুম বুকুম,

কাঠঠোকরা কোথায় ঠোকে কাঠ--

রাখতে এ’কে বুলিয়ে তুলি

নাওয়া খাওয়া নিদ্রা ভুলি

ফসল ভরা সবুজ সতেজ মাঠ৷৷

হাসিখুশির গল্প বলে

কচি কচি শিশুর দলে

থাকতে তুমি ফেলে সকল কাজ

‘ক্ষীরের পুতুল’ ‘রাজকাহিনী’

সবারই মন নেয় যে জিনি

আসন তোমার তাইতো সবার মাঝ৷

শুনিয়ে গেছো মিষ্টি ছড়া---

প্রাণ নাচানো ছন্দে ভরা---

অবাক করা মজার আজব কথা৷

খুচুর খুচুর সারাটা দিন

গড়তে মডেল কতই রঙিন

কাজের মাঝেই পেলে অমরতা৷৷