লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
তোমার কথায় মুখরিত হোক
আমার কন্ঠস্বর,
হে ঈশ্বর, হে সুন্দর
হে পরমেশ্বর৷
তোমার কর্মে শরীর পাত,
ঘর্ম ঝরুক দিবস রাত,
তোমার মন্ত্রে শরীর আত্মা
মন-হোক উর্বর,
হে ঈশ্বর, হে সুন্দর,
হে পরমেশ্বর৷
তোমার পূজায় দেব অঞ্জলি
আমার প্রতিটি কর্ম,
নত মস্তকে করবো পালন
মানব -সেবার ধর্ম৷
অনেক-যে কাজ আছে বাকি
সেসব যেন মনে রাখি---
আবার আমি আসবো ফিরে,
আবার রূপান্তর,
হে ঈশ্বর, হে সুন্দর,
হে পরমেশ্বর৷
খণ্ড খণ্ড জীবন আমার
লও গো তুলে গলে,
মালার মতো পাক সে শোভা
অখণ্ড মণ্ডলে৷
দিনের শেষে যাবো ফিরে
পাখীর মতো আপন নীড়ে
তোমার জীবনে মিলুক জীবন
হোক প্রতিসঞ্চর,
হে ঈশ্বর, হে সুন্দর
হে পরমেশ্বর৷
- Log in to post comments