অনন্ত রহস্য

লেখক
আচার্য প্রবুদ্ধননন্দ অবধূত

সৃষ্টির মহিমা, অনন্ত গরিমা

অহরহ বহে চলে,

কে কি ভাবে ভাবের সাগরে,

কোন দ্বিধা নাই তাঁর বলে৷

আপন ছন্দে আপন সৃষ্টি ,

সকলের তরেই তাঁর প্রকাশ,

নিজ গুণে তিনি সদাই শ্রেষ্ঠ,

অপরূপ তাঁর অভিপ্রকাশ৷

অণু পরমাণু আব্রহ্মস্তম্ব নিত্য

নোতুন সৃষ্টির ধারা,

মহাকাশ, বায়ু-বলয়ে জ্যোতির

ছটায়ে নক্ষত্র গ্রহ রাশি নাচে তারা৷

সমুদ্র সাগর নদী খাল বিল

সবেরই আছে উপযুক্ত উপযোগ,

বিনা অর্থে নাহি তাঁর সৃষ্টির প্রকাশ,

এমনই শিল্পী তিনি, অপরূপ অনুযোগ৷

মানুষ সৃষ্টির সর্ব শ্রেষ্ঠ জীব,

যদি সে সংযোগ রাখে তাঁর সাথে,

অনন্ত অপার করুণার ধন পায়

সে যদি ধ্যান যোগে রহে একসাথে৷

নহিলে এ জীবন বৃথা আস্ফালনে

হইবে নিষ্ফল অপচয়,

মায়ার বন্ধনে রবে চির আবদ্ধ,

কাঁদিবে চিরকাল, দূর হোক এ সংশয়৷