আনন্দমার্গের বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান
গত ১৬ই সেপ্ঢেম্বর আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে এই আশ্রমের কর্মী শ্রী শ্যামল মালাকারের প্রয়াতা মাতৃদেবী শ্রীমতী মাতঙ্গিনী মালাকারের (ধর্মনগর, ,ত্রিপুরা) শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে সম্পন্ন হয়৷ এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সত্যশিবানন্দ অবধূত৷ আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমের অন্যান্য সন্ন্যাসী-সন্ন্যাসিনীরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পরমপুরুষের নিকট প্রয়াতার আত্মার সদ্গতি ও শান্তির জন্যে প্রার্থনা করেন৷