ইয়ূপি.এস.এফ ও ইয়ূপি.ওয়াই. এফ - এর রাজ্য সম্মেলন
গত ১,২,৩, সেপ্ঢেম্বর শিলিগুড়িতে ইউনিবার্র্সল প্রাউটিষ্ট ষ্টুডেন্ট ফেডারেশন U.P.S.F) ও ইউনিবার্র্সল প্রাউটিষ্ট ইউথ ফেডারেশনের U.P.Y.F) রাজ্য সম্মেলন হওয়ার কথা ছিল৷ কিন্তু প্রাকৃতিক দুর্র্যেগ ও রেল যোগাযোগের অভাবের জন্যে দক্ষিণ বঙ্গ থেকে ছাত্র -যুবারা শিলিগুড়িতে পৌঁছোতে পারেনি৷ তাই উত্তরবঙ্গে পাঁচটি জেলার ছাত্র যুবাদের নিয়েই এই সম্মেলন হ’ল৷