আধ্যাত্মিক প্রগতির তিনটি স্তর
কাল বলেছিলুম যে, মানুষ কোন অবস্থাতেই পশু হতে পারে না৷ ঈশ্বরসৃষ্ট বিভিন্ন প্রাণীর মধ্যে একটা শাখা হ’ল মানুষ, একটা হ’ল উদ্ভিদ, আর একটা হ’ল পশু৷ পশুর মধ্যেও আবার স্তরবিন্যাস আছে, উদ্ভিদের মধ্যেও স্তরবিন্যাস আছে৷ সব উদ্ভিদ সমান নয়৷ সব পশুও সমান নয়৷ আবার মানুষেরও স্তরবিন্যাস আছে৷
‘‘সর্বে চ পশবঃ সন্তি তলবদ্ ভূতলে নরাঃ৷
তেষাং জ্ঞান প্রকাশায় বীরভাবঃ প্রকাশিতঃ
বীরভাবং সদা প্রাপ্য ক্রমেণ দেবতা ভবেৎ৷৷’’