সৃষ্টি করে’ বিশ্বটাকে
সৃষ্টি করে’ বিশ্বটাকে
রইলে সবার অলখে
সৃষ্টি স্থিতি প্রলয় খেলা
করছ তুমি পলকে৷৷
সাজিয়ে দিলে আলোক মেলায়
মাতছো কত রঙের খেলায়
করছো লীলা সবার সাথে
উঠছো চিতে ঝলকে৷৷
তোমার লীলায় তুমি হারা
নেইকো কিছুই তুমি ছাড়া
সৃষ্টি থেকেই খঁুজছো তুমি
সৃষ্টিছাড়া তোমাকে৷৷
- Read more about সৃষ্টি করে’ বিশ্বটাকে
- Log in to post comments